আমাদের সমস্যা, ঈশ্বরের সমাধান (Our Problem, God’s Solution)
article
ঈশ্বর, যিনি মন্দকে ঘৃণা করেন, তাঁর সঙ্গে আমরা কিভাবে পুনর্মিলিত হতে পারি, সম্ভবত সেটিই হল ইতিহাসে সব থেকে বড় সমস্যা। স্বর্গে আমরা যখন ঈশ্বরকে দেখবো, তার পূর্বে কিছু একটার আমূল পরিবর্তন করা প্রয়োজন হবে। এর জন্য আবশ্যক হবে সর্বকালের প্রস্তুত করা শ্রেষ্ঠ সমাধানটির।